ছিন্নমুল ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিক ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৫:১৩ সকাল
সুধী,
আসসালামু আলাইকুম
আশা করি ভাল আছেন, ষড়ঋতুর
বাংলাদেশে ঋতুচক্রে আমরা শীতের
আমেজে উদ্বেলিত। শিশির
ভেজা স্নিগ্ধ সকাল এবং হিমেল
হাওয়ার আলতো পরশে রোমাঞ্চকর
পরিবেশ চারিদিকে বিরাজমান।
যদি সব মানুষ
জীবনটাকে এভাবে উপভোগ
করতে পারত তাহলে বোধহয়
পৃথিবীটা অনেক বেশি উপভোগ্য
হতো।
সুপ্রিয়, শীতের এই হিমেল
হাওয়া ছিন্নমূল মানুষ বিশেষত শিশু-
কিশোরদের জন্য দুর্বিষহ হয়ে উঠে,হাঁড়
কাঁপুনি ঠান্ডাতে তাদের কষ্ট
হয়তো কারো কাছে প্রকাশ করার
প্রয়াস পায়না। কিন্তু তাদের নির্বাক
চোখের
দিকে তাকালে তা সহজে অনুমেয়, এই
প্রেক্ষিতে জাতীয় শিশু-কিশোর
সংগঠন "ফুলকুঁড়ি আসর (ঢ-০৪৫৯) " চট্টগ্রাম
পাহাড়িকা কর্তৃক ছিন্নমূল ও এতিম
শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার
উদ্যোগ নিয়েছে।
এই
মহতি উদ্যোগে আপনার সর্বাত্মক
সহযোগিতা কামনা করছি।
শুভেচ্ছান্তে
ফুলকুঁড়ি আসর,
লোহাগাড়া অঞ্চল,
চট্টগ্রাম পাহাড়িকা।
সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ : 01823438277
**বিস্তারিত জানতে যোগাযোগ :
01823438277;018
51423780 ;
বি: দ্র : সাহায্য পাঠানোর পর
জানাবেন। (01851423780)
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কামনা করছি সর্বাঙ্গীন সাফল্যের।
ফুলকুঁড়ি...ফুলকুঁড়ি...সামনে হও আগুয়ান...
মন্তব্য করতে লগইন করুন